ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাউফলে অগ্নিকাণ্ডে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি  

প্রকাশিত : ২০:৪২, ২১ মার্চ ২০২০ | আপডেট: ২০:৪৩, ২১ মার্চ ২০২০

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের ফলপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর ভস্মীভূত  হয়েছে। শনিবার বিকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যাবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুদি- হার্ডওয়ার, কসমেটিকস, ফার্মেসী, পাইকারি মালের দোকান, ক্রোকারিজ, ইলেকট্রনিক্স, খাবার হোটেল, মোবাইল ও সাইবার ক্যাফে রয়েছে। 

এ খবর লেখা পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৭টা) আগুন নিয়ন্ত্রণের চেস্টা চালিয়ে যাচ্ছে পাশের দশমিনা উপজেলা থেকে আসা একটিসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তাদের সঙ্গে সহোযোগিতা করছেন কয়েক'শ স্থানীয় জনতা। 

প্রাথমিকভাবে সঠিক কারণ নির্ধারণ করা না গেলেও বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াভহ ওই আগুনের সূত্রপাত এবং এতে অন্তত ২০-২৫ কোটি টাকার ক্ষতি হবে বলে স্থানীয়দের ধারণা। এখন পর্যন্ত হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি