ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনকারীকে জরিমানা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২২:২৯, ২১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষি জমিতে শ্যালো মেশিন বসিয়ে মাটি উত্তোলনের অপরাধে মোহাম্মদ আলী নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, শনিবার  দুপুরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়ালিয়া এলাকায় কৃষি জমিতে শ্যালো মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় মোহাম্মদ আলী নামে এক মাটি ব্যবসায়ীকে আটক করেন ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম বলেন, কৃষি জমি মাটিকাটার অপরাধে তাকে অর্থ দণ্ড করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি