ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ২১ মার্চ ২০২০

ফাইল ছবি।

ফাইল ছবি।

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১১ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

জানা গেছে, নিহতদের মধ্যে অধিকাংশই লবণ শ্রমিক। রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় ট্রাক-হিউম্যান হলারের সংঘর্ষ হলে এই ১৩ জন নিহত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় চার চাকার মিউজিক গাড়ির ১০ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত ৭জনকে হাসপাতালে পাঠানো হলে তিনজনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুরত। ঘটনাস্থলে নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

চুনতী ফরেস্ট অফিসের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন।

এ সর্ম্পকে জানতে চাইলে লোহাগাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মাহবুবুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ বলেন, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১০ জন নিহত হয়েছেন বলে আমি খবর পেয়েছি। আমাদের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি