করোনাশঙ্কায় গার্মেন্টস ব্যবসায়ীকে ঢাকায় প্রেরণ
প্রকাশিত : ২৩:২১, ২১ মার্চ ২০২০
নাটোর সদর হাসপাতাল
কামরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তাকে আইইডিসিআর-এর মাধ্যমে আইসোলেশন সেন্টারে রাখতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে বিশেষ ব্যবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।
আক্রান্ত কামরুল ইসলামের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার গুনাইহাটি এলাকায়। তিনি ঢাকায় গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। বিদেশী বায়ারের সঙ্গে চলাচলের কারণে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
শনিবার সকাল ১১টায় বড়াইগ্রামের বনপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ ওই তথ্য জানান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার জানান, সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তিকে ঢাকায় পাঠানোর জন্য নাটোর সদর হাসপাতাল থেকে তিনটি বিশেষ পোশাক ও একটি মাইক্রোবাসের ব্যবস্থা করে দেয়া হয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান বলেন, করোনায় আক্রান্ত সন্দেহভাজন ওই ব্যক্তিকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
এনএস/
আরও পড়ুন