ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৬, ২২ মার্চ ২০২০

ফেনীর লেমুয়া ব্রিজ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৯ যাত্রী।

শনিবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী শাহী পরিবহন নামে একটি বাসের সাথে কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। এতে যাত্রীবাহী বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। একপর্যায় আহতদের চিকিৎসার জন্য ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। গুরতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মো. দুলাল (৪০) নামে একজনের মৃত্যু হয়।

ফেনীর মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মালেক জানান, কাভার্ডভ্যানটিকে জব্দ করা যায়নি। তবে বাসটি আহত রোগীদের নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে পৌঁছালেও বাসের চালককে পাওয়া যায়নি। আহতদের মধ্যে রয়েছেন- জামাল উদ্দীন (৩২), নাসির হোসেন (৪৫) হৃদয় (৩০), শাহ আলম(৩৭), হাফিজের রহমান (৩৮), মো সাইফ উদ্দিন (২২), নুর নবী (৩২), সুমী (২৪) ও আসমা(২৫)।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি