সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ল ৫০ কেজি ওজনের ধাতব বস্তু!
প্রকাশিত : ১২:৪২, ২২ মার্চ ২০২০
চট্টগ্রামের সীতাকুণ্ডে আকাশ থেকে ৪০/৫০ কেজি ওজনের একটি ধাতব বস্তু মাটিতে পড়েছে। এতে তৈরি হয় ১৫ ফুট গভীর গর্ত।
শনিবার বিকালে ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী উপকমিশনার পলাশ কান্তি নাথ বলেন, এটা নিরেট লোহার মতো বস্তু, উচ্চতা আনুমানিক তিন ফুট। ভাটিয়ারী এলাকায় আকাশ থেকে একটা দোতালা ভবনের পাশে খোলা জায়গায় এটি এসে পড়ে। এতে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়।
সীতাকুণ্ডের স্থানীয় পুলিশের সহায়তায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গর্ত থেকে রাত ৮টার দিকে এটি তুলে আনেন।
বস্তুটি সীতাকুণ্ড থানা পুলিশের কাছে রাখা হয়েছে। উদ্ধারকৃত ধাতব বস্তুটিতে লাল এবং সাদা রঙের প্রলেপ রয়েছে। ঘটনার পর পরই উৎসুক জনতা ধাতব বস্তুটি দেখার জন্য সেখানে ভিড় করে।
সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় বেশ কটি শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে। এর মধ্যে ঘটনাস্থল থেকে আধ কিলোমিটার দূরে এ ধরণের একটি ইয়ার্ড রয়েছে। সেখানে থেকে এই বিশাল লোহার পাত উড়ে আসতে পারে বলে অনেকেই সন্দেহ করছে। কিন্তু বড় ধরণের কোনও বিস্ফোরণ না হলে এত বড় ধাতব বস্তু উড়ে আসতে পারে না বলে মত দিয়েছে স্থানীয়রা। এসময় শিপ ব্রেকিং ইয়ার্ডে কোনো বিস্ফোরণের তথ্য নেই পুলিশের কাছে।
সীতাকুন্ডের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানি সাহা জানান, কীভাবে এটি পড়ল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন তারা।
একে//
আরও পড়ুন