ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কোয়ারেন্টাইন না মানায় দোহারে একজনকে অর্থদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৩৪, ২২ মার্চ ২০২০

ঢাকার দোহার উপজেলার লস্করকান্দা গ্রামে হোম কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত লস্করকান্দা গ্রামে পাঁচদিন আগে সিঙ্গাপুর থেকে আসা আব্দুস সালামের বাড়িতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান তিনি হোম কোয়ারেন্টাইন ঠিকমত পালন করছেন না। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

একইসাথে তার বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ও দোহার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি