ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

অর্জিত ছুটির টাকার দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের কর্মবিরতি

একুশে টেলিভিশনগাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ২২ মার্চ ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় নায়াগ্রা টেক্সটাইল কারখানায় অর্জিত ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করছে শ্রমিক ও কর্মকর্তারা। 

আজ রোববার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দিয়ে কারখানার অভ্যন্তরে অবস্থান নেয় তারা। 

জানা গেছে,  রোববার সকালে অর্জিত ওই বকেয়া বেতনের দাবিতে স্টাফরা কর্মবিরতির ঘোষণা দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে অন্যান্য শ্রমিকরা তাদের সাথে যোগ দিয়ে মূলফটকের ভিতরে বিক্ষোভ করতে থাকেন। এসময় শ্রমিকরা কারখানার প্রধান গেট বন্ধ করে গেটের সামনে অবস্থান নেয়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীরে হোসেন মজুমদার জানান, ‘শ্রমিকদের দাবি অর্জিত ছুটির টাকা পরিশোধ করতে হবে। এ লক্ষ্যেই তারা কর্মবিরতি পালন করছে। তবে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

এআই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি