ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনার নির্দেশনা অমান্য করায় শিক্ষককে কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ২২ মার্চ ২০২০

বরিশালে করোনা ভাইরাসের নির্দেশনা অমান্য করে স্কুলে বসে কোচিং করায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বেপারীকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২২ মার্চ) প্রতিদিনের মত আজও নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালেই জেলা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে বরিশালে দিনমজুরদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। বাসদের জেলা সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী জানান, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি মাস্ক এবং ব্লেসিং পাউডার ও অন্যান্য উপকরণ দিয়ে জীবানুনাশক হ্যান্ডওয়াস বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

তিনি জানান, আজ সকালে বরিশাল শহরের ফকিরবাড়ি রোড, সদর রোডসহ শহরের বিভিন্নস্থানে রিক্সা ও দিন মজুর শ্রমিকদের মাঝে এগুলো বিতরণ করা হয়। করোনা ভাইরাসের সতর্কতায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি