ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হিলিতে করোনা ভাইরাস প্রতিরোধে হাতধোয়া কর্মসূচী চালু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০০, ২২ মার্চ ২০২০

দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাস প্রতিরোধে ও জনগণকে সচেতন করতে হিলি স্থলবন্দর ও পৌরসভায় হাতধোয়া কর্মসূচী চালু করেছে কতৃপক্ষ। এই দুটি দপ্তরে প্রবেশের ক্ষেত্রে হাত ধুয়ে তারপরে সেখানে প্রবেশ করতে হচ্ছে। দেওয়া হচ্ছে করোনা প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট।

হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও নবেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই করোনা ভাইরাস প্রতিরোধে হিলি পৌরসভার পক্ষ থেকে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। পৌরসভায় সেবা নিতে আসা প্রত্যেক জনসাধারনকে পৌরসভার প্রবেশ পথে সাবান ও পানির ব্যবস্থা রাখা হয়েছে সেখানে তারা ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পরে পৌরসভায় প্রবেশ করবেন। 

সেই সাথে কাজ শেষে পৌরসভা থেকে বের হয়ে যাওয়ার সময় প্রত্যেককে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এমন কার্যক্রম করোনা ভাইরাস প্রতিরোধে ভালো ভুমিকা পালন করবে বলেও তিনি জানিয়েছেন।

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি