ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলি ইমিগ্রেশনে আটকেপড়া যাত্রী পারাপার চালু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৫, ২২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সবগুলো স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক পারাপার বন্ধের ঘোষণা দিলেও দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু'দেশের মাঝে আটকেপড়া যাত্রীদের যাতায়াত চালু রয়েছে। এ সংক্রান্ত কোন নির্দেশনাও আসেনি হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের কতৃপক্ষের নিকট। 

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি সেকেন্দার আলী জানান, গত ১৩ মার্চ থেকে পাসপোর্টযাত্রী পারাপারের উপর ভারতের নিষেধাজ্ঞা আরোপের কারণে ১৪ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে নতুন যাত্রী পারাপার বন্ধ রয়েছে। শুধুমাত্র ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণ বাংলাদেশে চলে আসছে এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকগন ভারতে চলে যাওয়ার সুযোগ পাচ্ছেন। 

রবিবারও সকাল থেকে এই কার্যক্রম চালু রয়েছে। তবে চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার অনেকাংশে কমে গেছে। গত ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত একসপ্তাহে এই চেকপোষ্ট দিয়ে ২ হাজার ৩৪ জন যাত্রী দু'দেশের মাঝে যাতায়াত করেছেন। তার মধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন ১ হাজার ৪৬২ জন এবং ভারতে ফিরে গেছেন ৫৭২ জন। তবে চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধের ব্যাপারে কোন নির্দেশনা পাইনি।

কেআই/আরকে 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি