ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ২০০ প্রবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৫, ২২ মার্চ ২০২০ | আপডেট: ১৯:১৫, ২২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় বিদেশ থেকে আসা আরও ৬৮ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলার আটটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ২০০ জনে। 

রবিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ২৪ ঘন্টায় আরও ৬২ জনসহ মোট ২০০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নিয়মিত খোঁজ-খবর রাখছে স্বাস্থ্য বিভাগ। ১৪ দিন পর্যন্ত কোন লক্ষণ ছাড়াই এদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  এছাড়া জেলা সদরসহ নয়টি উপজেলায় মোট ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে।
 
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ  জানান, মারাত্মক আক্রান্ত দেশগুলো থেকে যারা সিরাজগঞ্জে এসেছেন এদেরকেই কোয়ারেন্টাইনেই রাখা হয়েছে। সরকারী-বেসরকারি উদ্যোগে লিফলেট বিতরণসহ প্রচারণা কার্যক্রম চলছে। সভা সমাবেশসহ গণসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি