ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

খোকশাবাড়ী থেকে ৮৫ বোতল ফেন্সিডিলসহ ১ নারী আটক 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত : ২২:৩৯, ২২ মার্চ ২০২০

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে ৮৫ বোতল ফেন্সিডিল সহ মোছা. কহিনুর আক্তার স্বপ্না নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার সকালে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের পুরান শৈলাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে কোহিনুরকে আটক করে সদর থানা পুলিশ। আটক কহিনুর আক্তার ভোলাই, পুরান শৈলাবাড়ী গ্রামের মো. নুর হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এসআই/ মো. আনিছুর রহমান, এএসআই মো. ইবনে জুবায়ের, এএসআই মো. হাসিবুল হাসানের সঙ্গীয় ফোর্স সহ সিরাজগঞ্জ থানাধীন খোকশাবাড়ী ইউনিয়নের পুরান শৈলাবাড়ী গ্রামের নিজ বসত বাড়ী হইতে ৮৫ বোতল ফেন্সিডিল সহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন। 

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি