ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে স্বাস্থ্য বিধি না মেনেই টিসিবির দোকানে লাইন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৬, ২২ মার্চ ২০২০

পুরো বিশ্ব যখন করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত তখন রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে দীর্ঘ লাইন ধরে মানুষ কিনছেন টিসিবির পণ্য।

সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই আজ রোববার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত একই চিত্র দেখা গেছে। একই অবস্থা দেখা যায় রানীবাজার মোড়ে টিসিবির পণ্যের ট্রাকের সামনেও।

বিশেষজ্ঞ চিকিৎসকরা করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে সামাজিক দূরত্বের উপর গুরুত্বারোপ করলেও এই লাইনে দেখা যায়, ক্রেতারা পিঠের সাথে পিঠ লাগিয়ে দিয়ে টিসিবির পণ্য কিনতে লাইন ধরে অপেক্ষা করছেন। কিন্তু পুলিশ পাশেই দাঁড়িয়ে আছে অথচ তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

করোনা ভাইরাসের বিষয়ে জিজ্ঞেস করা হলে ক্রেতারা বলেন, ‘তারা করোনা ভাইরাস বিষয়ে অবগত। কিন্তু পণ্য তো কিনতে হবে। তাই উপায় নাই। সবাই যেভাবে তাড়াহুড়ো ও ধাক্কাধাক্কি করছে উপায় দেখছি না।’

কুলসুম বেগম নামের পঞ্চাশোর্ধ্ব এক নারী বলেন, ‘আমি সবাইকে সরে দাঁড়াতে বলছি কিন্তু কেউ সরছে না। গায়ের সাথে গা লাগিয়ে দিয়ে দাঁড়াচ্ছেন।’

আব্দুল মতিন নামের আরেকজন ক্রেতা বলেন, ‘আমরা করোনা ভাইরাস সম্পর্কে জানি। কিন্তু পণ্য তো কিনতে হবে। আমি নিজে সচেতন হলেও অন্যরা তো সচেতন হচ্ছে না। গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন।’

টিসিবির পণ্য বিক্রেতা আব্দুল কুদ্দুস বলেন, ‘প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা এই পণ্য বিক্রি করছেন। প্রতিদিন একইরকম ভিড় থাকে।’ 

রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা ভাইরাসের শঙ্কায় ৭৬ জনকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ নিয়ে বর্তমানে রাজশাহী জেলায় কোয়ারেন্টাইনে রয়েছেন ১৩৮ জন। একই সময়ে কোয়ারেন্টাইনে থাকা ১০ জনকে সুস্থ্য বলে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা সবাই বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্য।’

ডা. এনামুল হক বলেন, ‘জমায়েত নিষেধ করা হয়েছে। তবে লাইন ধরে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি জানা নেই। বিষয়টি দেখা হবে। আর কোথাও লাইন ধরে দাঁড়ানোর মত পরিস্থিতি হলে, তবে মাস্ক পড়ে এক ফিটের বেশিদূরে দাঁড়াতে হবে বলেও জানান তিনি।’

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে তাদের কাছে যে তালিকা পাঠানো হয়েছে তাতে গত ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত রাজশাহীতে বিদেশ ফেরত এক হাজার ৩০৮ জন। এর মধ্যে মহানগর পুলিশের ১২ থানা এলাকায় রয়েছেন ৮১০। যার মধ্যে শুধু বোয়ালিয়া থানা এলাকার ৪০৮ জন রয়েছেন। তবে তারা হোম কোয়ারেন্টাইনে থাকছেন কি না তা তদারকি করা হচ্ছে।’

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি