ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘করোনায় গুজবের ব্যাপারে সতর্ক থাকুন’

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৯, ২৩ মার্চ ২০২০

প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। 

করোনা প্রতিরোধে সচেনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে আজ সোমবার সকালে বিভাগীয় কমিশনার অফিসের সন্মেলন কক্ষ থেকে বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান তিনি। 

এসময় তিনি ছয় জেলার করোনার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন এবং এ বিষয়ে আরও সচেনতা বৃদ্ধির বিষয়ে দিক নির্দেশনা দেন। পাশাপাশি করোনায় গুজবের ব্যাপারে সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন বিভাগীয় কমিশনার। 

ভিডিও কনফারেন্সে বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠী, পটুয়াখালী ও বরগুনা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনগণ অংশ নেন। এসময় অন্যদের মধ্যে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। 

কনফারেন্সে জানানো হয় গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় আরও ২৮৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ বিভাগে ১ হাজার ৯৯৪ জনকে বিশেষ ব্যবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি