ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মাস্ক বিতরণ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৫৩, ২৩ মার্চ ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে চিকিৎসক ও সাংবাদিকদের মাঝে মাক্স বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। আজ সোমবার সকালে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ঝুঁকি নিয়ে এই দুই বিভাগে কর্মরতদের কাছে চীন প্রবাসী খায়রুল হাসান রনি প্রদত্ত ২ হাজার মাক্স তুলে দেয়া হয়। 

সকালে জেলা সদর হাসপাতালের শহীদ ডাক্তার মিলনায়তনে হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বরতদের জন্য সিভিল সার্জন ডাক্তার মো. শাহ আলম ও সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মো. শওকত হোসেনের কাছে মাক্স প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি মনজুরুল আলম, সহ-সভাপতি আল আমিন শাহীন, সহ-সভাপতি আ,ফ,ম কাউসার এমরান, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামিসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদর হাসপাতালের চিকিৎসকগণ। 

পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পির কাছে সাংবাদিকদের জন্য মাক্স প্রদান করা হয়।  

এআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি