ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০৬, ২৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে বলে জানা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় রেল ষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস জয়পুরহাট ষ্টেশনে প্রবেশ করার সময় অজ্ঞাত ওই ব্যক্তি অসাবধানতাবশত রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লেগে ছিটকে পরে গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি