মোংলায় বিদেশ ফেরতদের বাড়িতে লাল নিশানা
প্রকাশিত : ১৭:১৬, ২৩ মার্চ ২০২০
সোমবার (২৩ মার্চ) পর্যন্ত মোংলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১শ ২১ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনের আওতায় এসেছেন আরও ৬ জন। হোম কোয়ারেন্টাইনে থাকা বেশির ভাগই হচ্ছেন ভারত থেকে আসা লোকজন। এছাড়াও রয়েছেন সিঙ্গাপুর, ইতালি, মালয়েশিয়া ও বাহারাইনের।
তবে এখন পর্যন্ত মোংলায় করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকমর্তা ডা. জীবিতেষ বিশ্বাস।
এদিকে করোনা ভাইরাসের বিস্তার রোধে সদ্য বিদেশ থেকে আসা লোকজনের বাড়িতে আজ সোমবার সকাল থেকে লাল নিশানা টানিয়ে দিচ্ছেন স্থানীয় প্রশাসন। এ নিয়ে স্থানীয়দের মাঝে করোনা আতংক ছড়িয়ে পড়েছে। ভীতির কারণে লাল নিশানা টানানো বাড়ি-ঘর এড়িয়ে চলছেন লোকজন।
করোনা ভাইরাসের বিস্তার রোধে সোমবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে জরুরি বৈঠকও করেছেন স্থানীয় প্রশাসন। বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বৈঠকে সন্ধ্যায় ৬টার পর সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে খোলা থাকবে মুদি, কাঁচাবাজার ও ওষুধের দোকান। এছাড়া দিনের বেলায় চায়ের দোকানগুলোতে বসার বেঞ্চ ও কেরাম বোর্ড সরিয়ে ফেলতে বলা হয়েছে। বন্ধ রাখতে বলা হয়েছে সকল দোকানপাটের টেলিভিশনও।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নানের পক্ষ থেকে সোমবার সকাল হতে পৌরসভার ডিজিটাল কেন্দ্র দিয়ে এ প্রচারণা চালানো হচ্ছে। এ ঘোষণার বাহিরে কেউ দোকানপাট খোলা রাখলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান।
তিনি বলেন, ‘সকল ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের পরামর্শ ও সহায়তায় করোনা ভাইরাসের বিস্তার রোধ ও সচেতনতা সৃষ্টির জন্য এ সকল সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করছি সকলে এটা মেনে চলবেন।’
এআই/আরকে
আরও পড়ুন