ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলি ইমিগ্রেশনে যাত্রী গ্রহণ বন্ধ করলো ভারত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১২, ২৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস প্রতিরোধে ভারত ভিসা বন্ধের পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে শুধুমাত্র আটকে পড়া যাত্রী চলাচল করলেও ভারতীয়সহ বিশ্বের সকল দেশের নাগরিকদের গ্রহণ বন্ধ করে দিলো ভারত। তবে ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের দেশে ফেরার সুযোগ দিবে ভারত।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি সেকেন্দার আলী বলেন, গত ১৩ মার্চ ভারত সকল প্রকার যাত্রী পারাপার বন্ধের ঘোষণা দেয় এর ফলে ১৪ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু'দেশের ভেতরে আটকে থাকা যাত্রী পারাপার খোলা ছিল। 

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট কতৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন,এই মুহুর্ত থেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতীয় নাগরিকসহ বিশ্বের সকল দেশের নাগরিককে আর কোন প্রকার গ্রহণ করবেন না। এমনকি বিভিন্ন কাজে গত ১৩মার্চ এর পুর্বে আসা ভারতীয় যেসব নাগরিক বাংলাদেশে আটকা পড়ে রয়েছে তাদেরকেও তারা আর গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। তবে ভারতের অভ্যন্তরে যেসব বাংলাদেশি নাগরিক আটকা রয়েছে তাদেরকে দেশে ফেরার সুযোগ দিবেন তারা।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি