ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে মৃত নারী করোনা আক্রান্ত নয়: সিভিল সার্জন

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১৭, ২৩ মার্চ ২০২০

মৌলভীবাজারে মারা যাওয়া লন্ডন প্রবাসী করোনা আক্রান্ত নয় বলে প্রাথমিক পর্যবেক্ষনে প্রতিয়মান হয়েছে বলে জানান মৌলভীবাজার সিভিল সার্জন ডা: তৌহিদ আহমদ। তিনি জানান, খবর পেয়েছিলেন জ্বর শর্দি নিয়ে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তাই হাসপাতালের ডাক্তার স্টাফ ও ওই মহিলার বাসাসহ আসে পাশের ৫টি বাসার সব মানুষকে হোম কোয়ারেন্টাইনে রেখে তারা বিষয়টি গভীর অনুসন্ধান করেন। 

সোমবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রবাস ফেরত বেগমের স্বামীর সাথে কথা বলে  ও বিভিন্ন কাগজপত্র পর্যবেক্ষন করে তিনি করোনা সংক্রমনে মারা যাননি বলে তাদের কাছে প্রতিয়মান হয়েছে বলে জানান। তবে ওই এলাকায় ইতালী প্রবাসী নাগরিক সহ আরো প্রবাসী রয়েছেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং বাকী নাগরিকদের কোয়ারেন্টাইন তুলে দেয়া হবে বলে জানান। 

উল্লেখ্য, ওই লন্ডন প্রবাসী করোনা সিমটম নিয়ে মারা যান এমন খবরে তারা গভীর অনুসন্ধান পরিচালনা করেন। ওই এলাকায় ৫টি বাসাকে কোয়ারেন্টাইন করেছিলেন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি