ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঝালকাঠিতে শিক্ষার্থীরা তৈরি করল হ্যান্ড স্যানিটাইজার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৩, ২৩ মার্চ ২০২০ | আপডেট: ২৩:১৩, ২৩ মার্চ ২০২০

করোনা আতংকের মধ্যে বাজারে যখন হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে, তখন ঝালকাঠির একদল শিক্ষার্থী কম খরচে তৈরি করেছেন হ্যান্ড স্যানিটাইজার।

রোববার থেকে জেলা শহরের সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ল্যাবরেটরিতে শুরু হয় স্বেচ্ছা শ্রমের এ উদ্যোগ। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ঝালকাঠির শিক্ষার্থীরা নিজের জেলায় ছুটিতে এসে স্বেচ্ছাশ্রমে শুরু করেছে হ্যান্ড স্যানিটাইজার তৈরি। আর তাদের সহযোগীতায় রয়েছেন এই বিদ্যালয়ের শিক্ষক তৌহিদ হোসেন খান। 

জানা গেছে, প্রাথমিকভাবে ৫০ মিলি গ্রামের ৫ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হবে। কাল মঙ্গলবারের মধ্যে ৫ হাজার বোতল স্যানিটাইজার তৈরি সম্পন্ন হবে। সংক্রামণ রুখতে শহরের দোকান-পাঠের ব্যবসায়ীদের কাছে প্রথম বারে একটি করে বিক্রি করা হবে। ৫০ টাকা দরে পাওয়া যাবে এই হ্যান্ড স্যানিটাইজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত উপকরণে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে জানায় শিক্ষার্থীরা।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি