ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বরিশালে করোনা ইউনিটে আরও দুইজন ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২৪ মার্চ ২০২০

ব‌রিশা‌লে ক‌রোনা স‌ন্দে‌হে দুই যুবককে শে‌র-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউনিটে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার পর তা‌দের ভ‌র্তি করা হয়। এই নিয়ে করোনায় আক্রান্ত সন্দেহে মোট ৪ জনকে করোনা ইউনিটে ভর্তি করা হল।

হাসপাতা‌লের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন জানান, ‘সোমবার সন্ধ্যা সা‌ড়ে ৭টায় নগরীর ৮নং ওয়া‌র্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) শ্বাসকষ্ট ও জ্বর নি‌য়ে হাসপাতা‌লে আস‌লে তা‌কে ক‌রোনা ইউনিটে‌ পাঠা‌নো হয়। সে ঢাকা থে‌কে ব‌রিশা‌লে এসেছে।’

অপর‌দি‌কে, রাত ৯টায় বানারীপাড়া উপ‌জেলার তেতলা গ্রা‌মের স্বপন হাওলাদার‌ (২৭) জ্বর, গলাব্যাথা ও কা‌শির জন্য জরুরি বিভা‌গে আস‌লে তা‌কেও ক‌রোনা ইউনিটে ভ‌র্তি করা হয়।

তা‌দের দু’জনকেই  স‌ন্দেহভাজন হি‌সে‌বে ক‌রোনা ইউনিটে রাখা হ‌য়ে‌ছে বলে জানান তিনি। 

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি