ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা প্রতিরোধে জয়পুরহাটে মাস্ক ও সাবান বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১০, ২৪ মার্চ ২০২০

করোনা ভাইরাসের প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক সাধারণ মানুষের মাঝে লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার শুকতাহার মোড় থেকে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজামান মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন আলমগীর হিরো, ইউপি সদস্য খায়রুল ইসলাম ওহিদুল, সাজু মিয়া, প্রভাত চন্দ্রসহ অন্যান্যরা।

ইউনিয়নের প্রত্যেকটি বাড়িতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা। 

এআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি