হিলিতে ১১টি দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ১৮:২৮, ২৪ মার্চ ২০২০
দিনাজপুরের হিলিতে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় ১১টি দোকানকে ২৩ হাজার ৮'শ টাকা জরিমানা ও একটি দোকানকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হিলি বাজার ও ডাঙ্গাপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম এ জরিমানা করেন। এসময় সেখানে পৌরমেয়র জামিল হোসেন, ওসি আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আরমান আলী উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওষধের দোকান, কাঁচাপণ্য ও নিত্য পণ্যের দোকান ব্যতিত হিলির সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হোটেল রেস্তোরা আজ মঙ্গলবার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এর পরেও অনেক প্রতিষ্ঠান তাদের দোকান খুলেছেন এই অভিযোগে ১১টি দোকানকে ২৩ হাজার ৮'শ টাকা জরিমানা ও একটি দোকানকে সিলগালা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
কেআই/
আরও পড়ুন