ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলা থেকে ভারতগামী নৌযান চলাচল বন্ধ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৬, ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোংলা বন্দর থেকে ভারতগামী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে বাংলাদেশ ভারত আর্ন্তজাতিক নৌপ্রটোকলভুক্ত মোংলা-ঘাষিয়াখালী অভ্যন্তরীণ চ্যানেল দিয়ে ভারতগামী নৌযান (কার্গো, কোস্টার) চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেছে এ রুটে চলাচলকারী প্রায় তিন'শ কার্গো ও কোস্টার জাহাজ। আগামী ৩১ মার্চ পর্যন্ত আর্ন্তজাতিক এ নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজে নিয়োজিত নৌযানগুলো।
 
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, বিআইডব্লিউটিএ’র নির্দেশনা মোতাবেক আপাতত ভারতগামী অর্থাৎ ভারতের কলকাতা, বজবজ ও হলদিয়া বন্দরগামী নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে পরবর্তী নিদের্শনা না পাওয়া পর্যন্ত মোংলা ও চট্টগ্রাম বন্দরসহ অভ্যন্তরীণ অন্যান্য জায়গায় কার্গো, কোস্টার ও ট্যাংকার চলাচল স্বাভাবিক থাকছে। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি