ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস প্রতিরোধে সেনা কর্মকর্তাসহ সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৭, ২৪ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস সংমক্রণ প্রতিরোধে সেনা কর্মকর্তাসহ জেলা সমন্বয় কমিটির এক সভা মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোম কোওয়ারেন্টাইন মানা, জনসমাগম এড়িয়ে চলা ও নিয়মিত হাত-মুখ ধোঁয়াসহ পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর ১০টি নির্দেশনা বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। 

এসব ব্যাপারে জনগণকে সচেতন করতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহবান জানানো হয়। সভায় সেনা কর্মকর্তা ও সদস্য সচিব সিভিল সার্জনসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি