ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা সনাক্ত কক্সবাজারের এক নারী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ২৪ মার্চ ২০২০ | আপডেট: ২০:৪০, ২৪ মার্চ ২০২০

জেলা সদর হাসপাতাল

জেলা সদর হাসপাতাল

কক্সবাজারে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬০ বছর বয়সের ওই বৃদ্ধার বাড়ি জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালের ৫০১ নং কেবিনে চিকিৎসাধীন। হাসপাতালের তত্বাবধায়ক ডা: মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সৌদি ফেরত ওই নারী কাশি, জ্বর ও বুকে ব্যাথা নিয়ে গুরুত্বর অসুস্থ অনুভব করলে ২১ মার্চ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। পরে গত ২২ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত কিনা জানতে ঢাকাস্থ আইইডিসিআর-এ নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়। আজ (২৪ মার্চ) করোনা ভাইরাসের জীবাণু পরীক্ষার রিপোর্টে পজেটিভ পাওয়া গেছে। তাকে দ্রুত বিশেষ এ্যাম্বুলেন্সে চট্টগ্রাম ফৌজদারহাট এলাকায় অবস্থিত করোনা ভাইরাসের জন্য গঠিত হাসপাতালে পাঠানো হচ্ছে।’

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন জানিয়েছেন, ‘জেলা হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাস সনাক্তের জন্য তিনজন রোগীকে ঢাকাস্থ আইইডিসিআর-এ নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়। সেখান থেকে ১ জনের পজিটিভ ও ২ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সনাক্ত হওয়া রোগীকে আজকে বিকালে বিশেষ এ্যাম্বুলেন্সে চট্টগ্রাম পাঠানো হয়েছে। এছাড়াও তিন শতাধিক ব্যক্তিকে কোয়ারেইন্টানে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর বাংলাদেশেও ইতোমধ্যে করোনা সনাক্ত হয়েছে ৩৯ জন। তবে কক্সবাজারের জন্য এটাই প্রথম।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি