ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনাক্রান্ত সন্দেহে ইমিগ্রেশন চিকিৎসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৩, ২৪ মার্চ ২০২০

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল ক্যাম্প

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত থাকা এক চিকিৎসককে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছে। দুইদিন ধরে জ্বর-সর্দি ও গলা ব্যথায় ভোগার পর মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তাকে ঢাকায় পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি টিম কাজ করছে। তবে নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ছাড়া কোনো পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ছিলনা তাদের। যাদের মধ্যে ওই চিকিৎসক চেকপোস্টের মেডিকেল টিমে বেশ কয়েকদিন দায়িত্ব পালন করেন। 

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই চিকিৎসক গত দুইদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। অসুস্থ বোধ করায় মঙ্গলবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি