ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে আরও ৬৬ জন কোয়ারেন্টাইনে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৩, ২৫ মার্চ ২০২০

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে। এ নিয়ে জেলায় বিদেশ থেকে আসা মোট ৪৮৭ জনকে এ ব্যবস্থার আওতায় আনা হল।

এর মধ্যে সিরাজগঞ্জ সদরে ৪৩, উল্লাপাড়ার ১০৭, রায়গঞ্জের ৭০, কাজিপুরের ২৪, শাহজাদপুরে ১৫৪, বেলকুচি ৩৭, কামারখন্দে ২৬, তাড়াশে ৮ জন ও চৌহালী উপজেলার ১৮ জন রয়েছে। 

আজ বুধবার সকালে এ তথ্য জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।

তিনি জানান, ‘হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ-খবর রাখা হচ্ছে। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে করোনা মনিটরিং সেল। সেখান থেকে ২৪ ঘণ্টা সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে জেলার নাগরিকদের। এছাড়া জেলার সবগুলো সরকারি হাসপাতাল ও ২টি মেডিকেল কলেজ হাসপাতালে ২শ আইসোলেশন বেড রাখা হয়েছে।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি