ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোংলায় মাঠে নৌবাহিনী

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ২৫ মার্চ ২০২০

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশে মোংলায় মাঠে নেমেছে নৌবাহিনী। 

আজ বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় নৌবাহিনীর ‘মোংলা কন্টিনজেন্ট’ মোংলা বন্দর এলাকা, পৌর শহর ও শহরতলীতে তাদের কার্যক্রম শুরু করেছেন। 

নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার সালাউদ্দিন জানান, ‘করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মোংলায় নেমেছে নৌবাহিনী। বিদেশ থেকে আগতদের নিজ বাড়িতে থাকা এবং করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া সকল নির্দেশনা পালন ও বাস্তবায়ন করা হবে।’

তিনি জানান, ‘নৌবাহিনীর মোংলা কন্টিজেন্টের দুই প্লাটুনে সদস্য রয়েছেন ২০ জন। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নানের সাথে বৈঠক শেষে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসনকে সহায়তা করা হবে। করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সাথে একসাথে কাজ করা হবে।’

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি