চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত ৩০৪ জন হোম কোয়ারেন্টাইনে
প্রকাশিত : ১৬:৪১, ২৫ মার্চ ২০২০
চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত ৭১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে বুধবার সকাল পর্যন্ত ৩০৪ জন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এছাড়া করোনা আক্রান্ত একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এর বাইরে করোনার কোন লক্ষণ না থাকায় হোম কোয়ারেন্টিনে থেকে ছাড়া পেয়েছেন ৩৫ জন ব্যক্তি। এদিকে, জেলায় যেসব স্থানে সাপ্তাহিক গরু, ছাগলের হাট বসে সেগুলোসহ নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব বন্ধ ঘোষণা করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, জেলার ৪ উপজেলায় ৩০৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৭৬ জন, আলমডাঙ্গায় ৭৫ জন, দামুড়হুদায় ৬০ জন ও জীবননগরে ৯৩ জন। চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন গ্রামে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।এরা সম্প্রতি ইতালি, সৌদি আরব,মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন।
আরকে//
আরও পড়ুন