ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০২, ২৫ মার্চ ২০২০ | আপডেট: ১৯:০৭, ২৫ মার্চ ২০২০

দুর্ঘটনা কবলিত বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকা- একুশে টেলিভিশন

দুর্ঘটনা কবলিত বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকা- একুশে টেলিভিশন

বগুড়ার শেরপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ (২৫ মার্চ) সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশও হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে বগুড়াগামী একটি লবণবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী লাব্বাইক পরিবহন নামের একটি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি