ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫০, ২৫ মার্চ ২০২০

নোয়াখালী পৌর এলাকার সোনাপুরে সন্ত্রাসী হামলায় আবুল কালাম শুভ (২২) নামে ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। নিহত শুভ মহব্বতপুর গ্রামের মৃত আক্রাম উদ্দিনের পুত্র ও সোনাপুর কলেজ ছাত্রলীগের কর্মী। নিহতের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। 

সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই মো. রুবেল জানান, গত ২২ মার্চ রাত ১০টায় কালিতারা কাঞ্চন মেম্মারের পোল লিংক রোড় দিয়ে আসার পথে আবদুর জাহের ওরফে পাকশী হারুন, ফরহাদ, বুলবুল, অপু, সোহেল, শাকিল সহ কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল দিয়ে অতর্কিত তার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। 

পরে স্থানীয় এলাকার লোকজন শুভকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাতে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ রাতে তার মৃত্যু হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার জানান।

সাংবাদিক সম্মেলনে নিহতের পরিবার ছাড়াও জেলা আওয়ামী লীগ নেতা খালেদ মোশাররফ মনজু, জেলা পরিষদ সদস্য মো. কামাল উদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন।

কেআই/এসি

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি