ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৮, ২৬ মার্চ ২০২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। 

ফলে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই এই সড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, ‘সরকারি ছুটি ঘোষণার কারণে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় মহাসড়কে বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে তা নিরসনে কাজ করছে পুলিশ।’ 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি