ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনা প্রতিরোধে মোংলা পৌরসভার ব্যাপক কর্মযজ্ঞ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ২৬ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ রোধ এবং সচেতনতা বৃদ্ধি করতে ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছে মোংলা পোর্ট পৌরসভা। গত দু’দিন ধরে তারা পৌর শহরে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করে যাচ্ছে। 

এছাড়া যাত্রী পারাপার ট্রলার ঘাটে আগতদের উন্নত মানের স্প্রে মেশিনের মাধ্যমে জীবাণুনাশক ছেটানো হচ্ছে। শহরের মসজিদগুলোতেও স্প্রে করে পরিছন্ন রাখা হচ্ছে। 

পৌর মেয়র মো. জুলফিকার আলী জানান, ‘জনসাধারণের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ সচেতনতা বৃদ্ধি করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত জনসাধারণের মাঝে দুই হাজার মাস্ক, দেড় হাজার সাবান, প্রতি বাড়িতে সাবান ও মাস্ক পৌঁছে দেয়া হয়েছে। পৌরসভার ডিজিটাল সেন্টার হতে সার্বক্ষণিক সচেতনমূলক প্রচারও অব্যাহত রাখা হয়েছে।’

মেয়র বলেন, ‘দিন মজুর ব্যক্তিদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। তাদের মাঝে পর্যপ্ত খাবার পৌঁছে দেওয়া হবে। ফায়ার সার্ভিসের গাড়িতে করে আজ বৃহস্পতিবার দুপুরের পর পৌর শহরের বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক স্প্রে ছেটানো কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান তিনি।’

এদিকে পৌর শহরের লোক সমাগম ঠেকাতে নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে রাস্তাঘাট ছিল একদমই ফাঁকা। তারপরও সতর্কতা বৃদ্ধি করতে নৌবাহিনীর টহল অব্যাহত রাখা হয়েছে। এদিন সকাল থেকেই ওষুধ, কাঁচাবাজার ও মুদিদোকান ব্যতীত সব দোকানপাট বন্ধ রয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি