ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলি স্থলবন্দরে অচলাবস্থা 

হিলি সংবাদদাতা 

প্রকাশিত : ১৬:২৫, ২৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি ছুটি ঘোষণা করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে পুরো বন্দর এখন কার্যত অচল রয়েছে। 

তবে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে শুধুমাত্র ভারতে আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরা কার্যক্রম চালু রয়েছে।

হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত স্যানাল বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই কারণে আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রমসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।’

তিনি বলেন, ‘আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। যদিও ভারতে লকডাউনের কারণে গত ২৩ মার্চ বিকেল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল, এসময় শুধুমাত্র বন্দরের ভেতরের কার্যক্রম চালু ছিল। তবে গতকাল ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে আটকে থাকা কাঁচাপণ্য বন্দর দিয়ে আমদানি হয়েছিল। এসব পণ্যের অধিকাংশই বন্দর থেকে খালাস করে নিয়েছেন আমদানিকারকরা। তবে কিছু পণ্য বন্দরের ওয়ারহাউজে নামানো হয়েছে এবং কিছু পণ্য ট্রাকে লোড অবস্থায় রয়েছে, যেগুলো বন্দর খোলার পর আমদানিকারকরা খালাস করে নিতে পারবেন।’

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, ‘ভারত-বাংলাদেশের নিষেধাঙ্গার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে সকল ধরনের যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে শুধুমাত্র ভারতে আটকে থাকা বাংলাদেশি যাত্রীদের দেশে ফেরা কার্যক্রম চালু রয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি