ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনাতঙ্কে এনায়েতপুর-চৌহালীর ব্যস্ততম এলাকা ফাঁকা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩১, ২৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

মরণব্যাধি করোনা ভাইরাস ঠেকাতে অবশেষে পুলিশী ভুমিকার কারনে সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালীর ব্যস্ততম এলাকা ফাঁকা হতে শুরু করেছে। চৌহালী উপজেলা সদরের জোতপাড়া বাজার এবং এনায়েতপুর থানার ব্যস্ততম কেজির মোড়, বেতিল, এনায়েতপুর হাট এখন ফাঁকা। 

বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মত এসব এলাকার বিপনী বিতান ও দোকান পাঠ খুললে লোকাজনও যথারীতি এসে ভীড় করে। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লাঠি চার্জ শুরু করলে অনুমতি হীন দোকান গুলো বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। একই ভাবে রাস্তায় চলাচল কারী মানুষেরাও তখন ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে দুপুরে নাগাদ রাস্তা-ঘাট সব ফাঁকা হয়ে যায়।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ও চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, করোনা ভাইরাস বিস্তার রোধে শহরের মানুষ যতটা সচেতন। মফস্বলের মানুষ অতোটা নয়। তাই রাস্তায় অবাধ চলাফেরা ও দোকান খুলে বসেছিল ব্যবসায়ীরা। পরে পুলিশী তৎপরাতায় তা ফাঁকা হয়ে যায়। আশা করবো নিজ এবং অন্যের জীবন বাঁচাতে সবাই সরকারী নিয়োম মেনে চলবেন। বিশেষ কারন ছাড়া কেউ ঘর থেকে বের হবেননা। এর ব্যত্তয় হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি