ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৮, ২৬ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সাড়ে ৫টায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এই পিপিই বিতরণ করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে শেখ তন্ময়ের দেওয়া এই পিপিই গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেন আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম।

এসময় বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, সহসভাপতি নিহার রঞ্জন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, অধ্যাপক মাহফিজুর রহমান, মোঃ কামরুজ্জামান, কোষাধক্ষ্য ইয়ামিন আলীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি