ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

গাজীপুরে নজরদারিতে মাঠে সেনাবাহিনী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৬, ২৬ মার্চ ২০২০

গাজীপুরে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদ আলমের নেতৃত্ব শহরের চান্দনা চৌরাস্তা টঙ্গীর বিভিন্নস্থানের বাসিন্দাদের সামাজিক দূরত্ব তদারকি করা হয়। এ সময় হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজন সঠিকভাবে সরকারি নির্দেশনা মানছেন কি-না সে বিষয়টি গুরুত্বের সঙ্গে খোঁজ খবর নেয়া হয়। 

হোম কোয়ারেন্টাইন ছাড়াও সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোন দোকানপাট খোলা রয়েছে কি-না ও বাইরে লোকজন সমাগম করছে কি-না সেসব বিষয়েও তারা নজরদারি করেন।

গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী বর্তমানে গাজীপুরে দুইটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৭ জনসহ মোট ৮৪৯ জন হোম কোয়ান্টাইনে রয়েছে। এর মধ্যে  ১৩২জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি