ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৪, ২৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

মোংলায় করোনাভাইরাসের বিস্তার রোধে সকল দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর থেকে মোংলায় নিয়োজিত নৌবাহিনীর সদস্যরা সন্ধ্যা ৬টার পর টহলে নেমেই সকল ধরণের দোকানপাট বন্ধ করে দেয়। তবে শুধু খোলা রাখা হয়েছে ওষুধ, জ্বালানী, মুদি ও কাঁচা তরকারীর দোকান। 

মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লে: কমান্ডার সালাউদ্দিন বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওষুধ, জ্বালানী, মুদি ও কাঁচা মালামালের দোকান ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ থাকবে। 

তিনি আরো বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধ ও জনসাধারণের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি