ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় দু’পক্ষের গোলাগুলিতে ডাকাত নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৫, ২৭ মার্চ ২০২০

সাতক্ষীরায় সন্ত্রাসীদের দু’পক্ষের গোলাগুলিতে অহেদ আলী গাজী (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার ধুলিহরে এ ঘটনা ঘটে। নিহত অহেদ আলী ধুলিহরের তমালতলার মৃত নবাত আলী গাজীর ছেলে। 

পুলিশের দাবি, রাতে ধুলিহরের দাউদ মাস্টারের আম বাগানে সন্ত্রাসীদের দুই পক্ষ ব্যাপক গোলাগুলিতে লিপ্ত হয়। গুলির শব্দ পেয়ে পুলিশের টহল দল এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে অহেদ আলী গাজীর লাশ পড়ে থাকতে দেখে। 

এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছুরি উদ্ধার হয়। পরে তার লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘অহেদ আলী গাজী একজন নাম করা ডাকাত। তার বিরুদ্ধে মামুন, নজরুল ও কবীর হত্যা মামলাসহ অন্তত ৬টি মামলা রয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি