ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সামাজিক দূরত্ব নিশ্চিতে নরসিংদীতে তৎপর সেনাবাহিনী

নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৯, ২৭ মার্চ ২০২০

সরকার ঘোষিত ছুটির দ্বিতীয় দিনে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী।

আজ শুক্রবার সকাল থেকে নরসিংদী বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখা নিশ্চিত করতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। 

নরসিংদী শহরে দায়িত্বরত ক্যাপ্টেন সাদিয়া জানান, শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। দিনব্যাপী শহরের বিভিন্ন বাজার ও অলি-গলির দোকানপাটে অভিযান চলবে।’ 

এসময় প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ ও জরুরি কাজে বের হলেও অবশ্যই মুখে মাস্ক পড়ার অনুরোধ জানানো হয়। 

এআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি