ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে আরও ৬ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ২৭ মার্চ ২০২০

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও ৬ জনকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ২৯৫ জনকে। 

অন্যদিকে করোনায় আক্রান্ত একজনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। আর করোনার কোনও লক্ষণ না থাকায় ছাড়া পেয়েছেন ৭০ জন। 

চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন গ্রামে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অনেক বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি