ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে সিটি কর্পোরেশনের ৭হাজার পিপিই বিতরণ  

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৮, ২৭ মার্চ ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র জাহাঙ্গীর আলম ৭হাজার পিপিই বিতরণ করেছেন। আজ দুপুরে মেয়রের নিজস্ব বাসস্থান থেকে গাজীপুরের সিভিল সার্জন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে এসব নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়।

এসময় মেয়র বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সরকারের নির্দেশ অনুযায়ী করোনা পরীক্ষার কিট বিতরণ করা হবে। এলাকার প্রায় ৫০হাজার পরিবারের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি