ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হিলিতে পৌরকতৃপক্ষের জীবাণুনাশক স্প্রে শুরু  

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ২৭ মার্চ ২০২০

দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের বিস্তার রোধে ও জনগনকে এই ভাইরাস থেকে নিরাপদ রাখতে জীবাণুনাশক স্প্রে শুরু করেছে হাকিমপুর (হিলি) পৌরসভা। 

শুক্রবার সকালে পৌরসভা চত্বর থেকে এই কার্যক্রম শুরু করা হয়। পরে উপজেলা পরিষদ, কাঁচা বাজার, শহরের রাস্তা-ঘাটসহ লোক সমাগম হয় এমন গুরুত্বপূর্ণ স্থানসমুহে জীবণুনাশক স্প্রে করা হয়।

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর হিলি একটি সীমান্তবর্তী এলাকা হওয়াই এর গুরুত্ব বিবেচনা করে ও পৌরসভার মানুষকে নিরাপদ রাখতে করোনা ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় পিপিই পোশাক পরিধান করে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা জীবণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে যেখানে লোকসমাগম ঘটে যেমন হাসপাতাল, উপজেলা পরিষদ, পৌর কার্যালয়, কাচাঁবাজার, সড়ক ইত্যাদি জায়গায় এসব জীবাণুনাশক স্প্রে করছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি