ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে ৫৮৭ জন হোম কোয়ারেন্টাইনে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৭, ২৭ মার্চ ২০২০

গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে ৫১ জন বেড়ে মোট ৫৮৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এর মধ্যে ৫১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে।
 
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, ১ হাজার ৭ শত ৮৭ জন বিদেশ থেকে এসেছে। এর মধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৫৮৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

জেলা পুলিশের তথ্য মতে, ১,৭৮৭ জনের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৪ শত ১৯ জনকে হোম কোয়ারেন্টাইরে রাখা হয়েছে। বাকিদের খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা চলছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি