ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে অর্থদন্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা:

প্রকাশিত : ১৮:৫২, ২৭ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে ঝনকি গ্রামে হোম কোয়ারেন্টাইন না মানায় রবিউল ইসলাম মিঠু নামে এক প্রবাসীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে স্থানীয় শারজাহান খানের ছেলে।

শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সেনা বাহিনীর সদস্যদের নিয়ে ঝনকি গ্রামের ইতালি থেকে আসা রবিউল ইসলাম সঠিক ভাবে হোম কোয়ারেন্টাইন পালন করছে কি না দেখতে যান। এসময় সঠিক ভাবে হোম কোয়ারেন্টাইন পালন না করার অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে রবিউল ইসলামের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ঐ বাড়িটি লক ডাউন করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রবাসদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাবৃন্দ এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করছি। যারা সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন পালন করবে না এবং সরকারের নির্দেশ অমাণ্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি