ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে সেনা টহল জোরদার 

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৫৮, ২৭ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের বিস্তার রোধের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সুনামগঞ্জের ১১টি উপজেলায় সেনা টহল জোরদার করা হয়েছে। আজ বেলা ২ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরে টহল শুরু করেন সেনা সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়। 

শহরের পুরাতন বাস স্টেশন, ট্রাফিক পয়েন্ট,  ষোলঘর, হাছননগর, নতুনপাড়া, কাডলিবাড়ি-সহ শহরের বিভিন্ন এলাকায় তৎপরতা চালায় সেনারা। 
এ সময় সরকারি নির্দেশনা না মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া পথচারীদের সতর্ক করা হয়। নির্দেশনার আওতার বাইরে থাকা খোলা দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়।   

ওষুধ ও নিত্যপ্রয়োজীয় প্রণ্যসামগ্রীর দোকান ছাড়া বাদবাকি সব ধরনের দোকানপাট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন  সেনারা।

উল্লেখ্য, বিশ্বব্যাপি প্রাণঘাতি করোনাভাইরাস বিস্তার শুরু হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে থেকে মার্চ মাসে সুনামগঞ্জে ২৫০০ জন প্রবাসী জেলায় ফিরেছেন। তাদের মধ্য থেকে ৫৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী সনাক্ত হয়নি।   

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি