ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে জেলা প্রশাসকের খাদ্য ও নিরাপত্তা কিট বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৪, ২৭ মার্চ ২০২০

করোনা ভাইরাস আতঙ্কের কারণে কর্মহীন হয়ে পড়া লোকজনের মধ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম খাদ্য ও নিরাপত্তা কিট বিতরণ করেন। আজ শুক্রবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক কর্মহীন দরিদ্র লোকজনের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি পিঁয়াজ করে বিতরণ করা হয়।

 এছাড়াও বেশ কিছু মাস্ক, সাবান ও হ্যান্ড গ্লাভস বিতরন করেন জেলা প্রশাসক।  জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের কারনে জেলার কর্মহীন কোন মানুষ না খেয়ে থাকবে না। সে লক্ষে কর্মহীন লোকজনের মধ্যে বিতরণের জন্যে জেলা ১২টি উপজেলায় ২০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মহীন লোকজনের ঘরে ঘরে খাদ্য ও অর্থ সহায়তা পৌছে দেওয়া হবে। 

তিনি জানান, হাসপাতাল, ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় কাচাবাজার ছাড়া জেলার সকল কিছু বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের বিষয়ে জনগনকে মাইকিং, লিফলেট বিতরণ করে জনগনকে সচেতন করা হয়েছে। এই কাজে আইনসংঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে সহযোগিতা করছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি