ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নড়াইলে মাশরাফি’র চাল বিতরণ, খুশি হতদরিদ্ররা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৬, ২৭ মার্চ ২০২০ | আপডেট: ১২:৩২, ২৮ মার্চ ২০২০

করোনাভাইরাসের মধ্যে দিনমজুর হতদরিদ্রদের মাঝে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে চাল, ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। গত দু’দিন ধরে (বৃহস্পতি ও শুক্রবার) প্রাথমিক পর্যায়ে কর্মহীন ৩০০ পরিবারের মাঝে এসব জিনিসপত্র বিতরণ করা হয়। 

প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি করে ডাল, আলু, পেঁয়াজ ও লবণ এবং একটি সাবান দেয়া হয়েছে। করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে চালসহ এসব জিনিসপত্র পেয়ে খুশি গরিব মানুষেরা। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ বিভিন্ন পেশার মানুষ।  

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু জানান, মাশরাফি বিন মর্তুজা এমপির নির্বাচনী এলাকা নড়াইল সদরের একাংশ এবং লোহাগড়া উপজেলার এক হাজার ২০০ দরিদ্র পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হবে। প্রাথমিক পর্যায়ে ৩০০ পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে মাশরাফি তার নিজস্ব তহবিল থেকে ডাক্তার, নার্স এবং সাংবাদিকদের জন্য প্রাথমিক পর্যায়ে ২০০ পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পোশাক) এর ব্যবস্থা করেছেন। পরবর্তীতে আরও ৩০০ পিপিই এর ব্যবস্থা করবেন। এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মশিউর রহমান বাবু বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পিপিই আমাদের হাতে এসে পৌঁছায়নি। আশা করছি কালকের (আজ) মধ্যে পেয়ে যাবো।   

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সংসদ সদস্য হিসেবে নড়াইলের নির্বাচনী এলাকায় চাল ডালসহ অন্যান্য উপকরণ দেয়ার পাশাপাশি খেলোয়াড়দের পক্ষ থেকেও ভূমিকা রাখছেন মাশরাফি। করোনাভাইরাসের এই কঠিন সময়ে ক্রিকেটাররা যে ৩০ লাখ টাকার তহবিল গঠন করেছেন, মাশরাফি সেখানে দিয়েছেন ২ লাখ ২৫ হাজার টাকা। নিজের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছেন তিনি। এমনটিই জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এমপির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি